1. admin@dipkanthonews24.com : admin :
বাউফলে দুই যুবলীগ নেতা হত্যা । প্রধান আসামীসহ ৩২ জনের নাম বাদ দিয়ে চার্জশিট দাখিলের অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বাউফলে শিক্ষার্থীদের দুই ঘন্টা মহাসড়ক অবরোধ লালমোহনে পূজামÐপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে সভা বাংলা বাজার মাহমুদিয়া দাখিল মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (স:) উদযাপন দুমকিতে সাংবাদিকের নামে ফেসবুকে অপপ্রচার, প্রেসক্লাবের নিন্দা, থানায় জিডি লালমোহনে জামায়াতে ইসলামীর উদ্যোগে সীরাতুন্নবী (সা:) মাহফিল অনুষ্ঠিত লালমোহন পৌরসভার ৫৯০ মিটার সড়ক নির্মাণ কাজের উদ্বোধন বোরহানউদ্দিন পৌরসভার উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও ঘর মালিকদের বিএনপির অনুদান কলাপাড়ায় শিশু শিক্ষার্থীকে ধর্ষনের অভিযোগ লালমোহন পৌরসভার ৫৯০ মিটার সড়ক নির্মাণ কাজের উদ্বোধন

বাউফলে দুই যুবলীগ নেতা হত্যা । প্রধান আসামীসহ ৩২ জনের নাম বাদ দিয়ে চার্জশিট দাখিলের অভিযোগ

তৌহিদ হোসেন উজ্জ্বল, বাউফল
  • প্রকাশিত : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ১৫১ বার পঠিত
Spread the love

তৌহিদ হোসেন উজ্জ্বল , বাউফল

পটুয়াখালীর বাউফলে আলোচিত দুই যুবলীগ নেতা হত্যা মামলায় প্রধান আসামীসহ ৩২ আসামীর নাম বাদ দিয়ে  চাজশির্ট দাখিল করা হয়েছে। মামলার বাদির সাথে কথা না বলে এবং তাকে না জানিয়ে গোপনে এ চার্জশিট দাখিল করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
রবিবার মামলার বাদি মফিজ উদ্দিন মিন্টু সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, হত্যা মামলার প্রধান আসামী মহিউদ্দিন লাবলু ও অন্যতম আসামী মোঃ ফারুক তালুকদারসহ ৩২ জন আসামীর নাম বাদ  দিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিআইবি) বৃহস্পতিবার (২৭ অক্টোবর) পটুয়াখালী আদালতে জার্চশিট প্রদান করেছেন। আলোচিত এই মামলার সঠিক তদন্ত  করা হয়নি। এ ছাড়াও  বাদির সাথে কথা না বলে তাকে না জানিয়ে  গোপনে চার্জশিট দাখিল করা হয়েছে। পিবিআইর তদন্তকারী কর্মকর্তাকে ও পুলিশ পরিদর্শক  মোঃ লোকমান হোসেনকে অনৈতিক সুবিধা দিয়ে মামলা থেকে প্রধান আসামী মহিউদ্দিন লাবলু ও অন্যতম আসামী মোঃ ফারুক তালুকদারসহ ৩২ জন আসামীর নাম বাদ দেয়া হয়েছে।   ওই হত্যা মামলায় ৬৯ জনকে আসামী করা হয়েছিল।
এদিকে এই চাঞ্চল্যকর জোড়া খুনের মামলার গোপনে এ চার্জশিট দাখিলের বিষয়টি  জানাজানি হলে এলাকায় জুড়ে তোলপাড় শুরু হয়েছে। নিহতদের স্বজন ও ¯’ানীয় আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন।
নিহতের ভাই  কেশবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ সালেহ উদ্দিন পিকু বলেন,‘ প্রধান আসামী মহিউদ্দিন লাভলু ও ফারুক তালুকদারকে বাদ দেওয়া হয়েছে। তারা আমার দুই ভাই হত্যার   নির্দেশদাতা ও পরিকল্পনাকারী ।  ঘটনার সময় ফারুক তালুকদার সশরিরে উপস্থিত ছিলেন ।  অথচ তাঁদের নাম বাদ দিয়ে দেওয়া হলো। আমি এ চার্জশিট মানি না। আমরা এ চার্জশিটের বিরুদ্ধে আদালতে নারাজি দিবো।’
এবিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ লোকমান হোসেন সাংবাদিকদের বলেন,‘কারো কর্তৃক প্রভাবিত কিংবা প্ররোচিত হয়ে বা অনৈতিক সুবিধা নিয়ে কোন আসামীর নাম চার্জশিট থেকে বাদ দেয়া হয়নি। তদন্তে যাদের জড়িত থাকার প্রমাণ মিলেছে কেবল তাদের বিরুদ্ধেই আদালতে চার্জশিট দেয়া হয়েছে।’

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন
error: Content is protected !!