পটুয়াখালীর বাউফলের কালাইয়া ইউপির লঞ্চ ঘাট এলাকায় রাতের আধারে মেঘনা বরফ মিল থেকে কালাইয়া কোটপারের খাল পযর্ন্ত নদীর পাড়ে ইলিশের বাচ্চা (চাপিলা) মাছ বিক্রির মহাউৎসব চলছে । অদৃশ্য কারনে নিরব প্রসাশন। কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ি ও বাউফল উপজেলা মৎস্য অফিসের কোন তৎপরতা নেই একেবারে। প্রতিদিন রাত ৪ টার দিকে এ হাট বসে। পার্সবতী ভোলা জেলার চর কুকুরী মুকরী, সহ দখিন্চালের ভিবিন্ন এলাকা থেকে আসে এসব ইলিশের বাচ্চা (চাপিলা) মাছ।কালাইয়া লঞ্চ ঘাট এলাকায় অনেক মৎস্য ব্যাবসাই দির্ঘ দিন যাবত অবোইধো মাছের ব্যাবসা করে রাতারাতি লাখোপতি হয়েছে। তারা প্রসাশনকে ম্যানেজ করে চালিয়ে যাচ্ছে এসব জাটকা ইলিশ ও চাপিলা মাছের ব্যাবসা।সরকারের ইলিশ শিকারে নিষেধাজ্ঞা থাকা সময়ে এদের সংঘবদ্ধ একটি গুপ দেশের বিভিন্ন অঞ্চল থেকে কালাইয়া নিয়ে আসেন ইলিশের বাচ্চা গুলো। লঞ্চ ঘাট এলাকায় থেকে ব্যাটারি চালিত আটো,মটর সাইকেল, ও টমটম যোগে বাউফলের সতাদিক ছোট বড় হাট বাজারে এবং রিকশা আটো দিয়ে পাড়া মহল্লায় বিক্রি করে থাকে। বস্তায় মধ্যে ১ কেজি ১ কেজি করে চাপিলা মাছ পলিথিনে মেপে রাখেন কাস্টমার ঠিক করে বাজারের ব্যাগে দিয়ে দেয়া হয়। লোকচক্ষুর আড়ল করতে বস্তায় রাখা হয় চাপিলা মাছ গুলো।