ভোলার তজুমুদ্দিন থানার উদ্যোগে ঘূর্ণিঝড় মোখা'র ক্ষয়ক্ষতি এড়ানোর জন্য সরকারি নির্দেশনা পালন,নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ এবং জরুরি অবস্থায় ৯৯৯ কল দেওয়া সহ বিভিন্ন বিষয়ে জনগণকে সচেতন থাকার বিষয়ে অবগত করা হয়। ১৩ মে শনিবার বিকালে উপজেলার সোনাপুর ইউনিয়নের আনন্দ বাজারে সচেতনতা মূলক এ সভা অনুষ্ঠিত হয় ।
সভায় উপস্থিত ছিলেন তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ মাকসুদুর রহমান মুরাদ । সোনাপুর ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসান মিশু, তজুমুদ্দিন থানা ইন্সপেক্টর (তদন্ত) তারিক হাসান, উপজেলা পিআইও সেলিম হোসেন, ইউপি সদস্য মহিউদ্দিন সাঝী সহ স্থানীয় ব্যক্তিবর্গ। সভা পরবর্তী মেঘনা নদী তীরবর্তী ক্ষতিগ্রস্ত বেড়ীবাঁধ মেরামতের কাজ পরিদর্শন করেন থানার ওসি সহ স্থানীয় নেতৃবৃন্দ।