বাউফল প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ক্ষমতাসীন দলের স্থানীয় এক প্রভাবশালী নেতার ছত্রছায়ায় মৃত্যু আঃ সালাম খানের ছেলে মোঃ বাচচু খান (৩৫), মোঃ সাখাওয়াত খান (৩০), মোঃ মনির হোসেন খান (৩৮), মোঃ মানিক খান (২৮গং দের বিরুদ্ধে জোরপূর্বক মোঃ আবুল কালাম খান গংদের পত্রিক জমি দখল করে পাকা ভবন নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় গিয়েও প্রতিকার না পাওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী মোঃ আবুল কালাম খান। বাউফল উপজেলার ৯নং নাজিরপুর ইউনিয়নের রামনাগর তাঁতেরকাঠি এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
সরেজমিন ও অভিযোগ সূত্রে জানাগেছে, বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের রামনগর তাঁতেরকাঠি গ্রামের
আঃ সালাম খানের ছেলে মোঃ বা”চু খান (৩৫), মোঃ সাখাওয়াত খান (৩০),মোঃ মনির হোসেন খান (৩৮),মোঃ মানিক খান (৩২) গংদের কতৃক জোরপূর্বক মোঃ আবুল কালাম খান গংদের পত্রিক জমি দখল করে পাকা ভবন নির্মাণ করে দখল নেয়ার চেষ্টা করে। এ সময় মোঃ আবুল কালাম খান বাঁধা দিলে মোঃ বা”চু খান গংরা তাকে মারধর করার হুমকি দেয়। এ ঘটনায় মোঃ আবুল কালাম খান আদালতে নিষেধাজ্ঞারা আবেদন করলে তার আবেদনের প্রেক্ষিতে চলতি বছরের ১০জুলাই বাউফল সহকারী জজ আদালতে মোট ১২ শতাংশ ভূমির উপর যার চৌহদ্দি বাউফল উপজেলাধীন,রামনগর তাঁতেরকাঠি মৌজার জে.এল.নং-৮৩, এস.এ খতিয়ান নং ৫৩ হাল ৬৪০ নং দাগের অবস্থিত। বর্তমান মোকদ্দমার বাদীপক্ষের স্বত্ব দখলীয় অস্থয়ী নিষেধাজ্ঞা প্রার্থীত ভূমি বটে। যাহার উক্ত হাল ৬৪০ নং দাগের দক্ষিনাংশ হইতে ১২ শতাংশ ভূমির চৌহদ্দি যাহা উত্তরে : আঃ ছত্তার খান, দক্ষিণে : আব্দুল মানাœন মৃধা গং, পূর্বে সরকারি রাস্তা, পশ্চিমে : সরকারি কবর স্থান, উল্লেখ করে নিষেধাজ্ঞার আদেশ প্রদান করেন। যার দেওয়ানী মোমলা নং- ৭৬/২০২৩।
এদিকে, বাউফল থানা কতৃক আদালতের ওই আদেশের কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ মতে নির্দেশিত হইয়া ২য় পক্ষকে তফসিল বর্নিত সম্পত্তিতে শান্তি শৃংঙ্খলা বজায় রাখার জন্য নোটিশ প্রদান করলেও বিবাধী পক্ষ আদালতের নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে অদৃশ্য শক্তির ইশারায় মোঃ বাচচু খান গংরা কাজ চলমান রেখে পাকা ভবন নির্মানের কাজ অব্যাহত রাখে।
এ ব্যাপারে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক বলেন, আদালতের নিদেশে ওখানে কোন পক্ষ যাহাতে প্রবেশ করতে না পারে সে বিষয়ে নিষেধ করা হয়েছে।
Related