প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১১, ২০২৪, ২:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৩, ২০২৩, ৫:৩৬ পি.এম
বাউফল আইন শৃংখলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
তৌহিদ হোসেন উজ্জ্বল , বাউফল
পটুয়াখালীর বাউফলে কালাইয়া ইউপির আইন শৃংখলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় কালাইয়া হাইস্কুলের পাসে আটো স্টান্ডে কালাইয়া ইউপির চেয়ারম্যান মোঃ ফয়সাল আহমেদ মনির মোল্লার সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্যে চেয়ারম্যান মোঃ ফয়সাল আহমেদ মনির মোল্লা বলেন গত কয়েক দিনে ৭ টি ঘর ডাকাতি সহ বিচ্ছিন্ন কয়েক টি চুরি ও মাদক বিক্রেতারা উত্যাপ্ত করে ফেলেছে। এদের কে প্রতিহত করতে সারারাত পাহারা দিয়ে ও ঠেকানো যাচ্ছেনা। মটর সাইকেল ও সি এন জি দিয়ে কালাইয়ার ১৫ টির মত পাকারাস্তা দিয়ে প্রবেশ করে চুরি ডাকাতি করে। এদের কে প্রতিরোধ করতে প্রতিটি ওয়াডে ২০ জন করে সেচ্ছাসেবী ও ১ জন চৌকিদার,১ জন মেম্বার সহ ১৮০ জন সেচ্ছাসেবী এবং পুলিশের টহল টিম সারারাত পাহারা দিয়ে থাকবেন। পাশাপাশি জনগনকে সচেতন থাকতে বলা হয়েছে এবং প্রতিটি বাড়ির সামনে পিছনের লাইট জালিয়ে রাখার রাখতে বলা হয়েছে। মাদক বিক্রেতা রাজু বিবি,কুলসুম বেগম,ফল সোহগ, সাইফুল গাজী, রাহাত কারিকর, মিলন সহ কয়েক জন কে গ্রেফতার করতে পুলিশকে অহব্বান জানান। প্রধান অতিথি উপজেলা নির্বাহি অফিসার মোঃবসির গাজী বলেন চৌকিদার ও মেম্বার রা প্রতিটি ওয়াডে মিলিত হয়ে পাহারা দেয়ার অহব্বান জানান এবং পুলিশের টহল টিম সারারাত পাহারা দিয়ে থাকবেন । এসময় উপস্থিত ছিলেন বাউফল থানার ওসি মোঃ আরিচুল হক, মোঃ মোসারেফ হোসেন খান, মোঃমোকাম্মেল হক শরীফ, মোঃকবিরুজামান সহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সাংবাদিক সহ প্রায় ২ হাজার কালাইয়া ইউপির সাধারণ জনগণ।
Copyright © 2024 দ্বীপকন্ঠ নিউজ. All rights reserved.