তৌহিদ হোসেন উজ্জ্বল , বাউফল
পটুয়াখালীর বাউফল উপজলার পূর্ব কালাইয়া হাসান সিদ্দিক মাধ্যমিক বিদ্যালয়র একাডমিক ভবনের নির্মাণকাজ ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিয় বিদ্যালয়র অভিভাবক, শিক্ষার্থী ও শিক্ষকদর মধ্য ক্ষোভের সষ্টি হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২১-২০২২ ইং অর্থ বছর শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি) আমনা কনষ্ট্রাকশন নামের একটি নির্মাতা প্রতিষ্ঠানর মাধ্যমে ১ কাটি ৪ লাখ টাকা ব্যায় ওই বিদ্যালয়র একটি উর্দ্ধমূখী ভবন নির্মাণ করে। ইতিমধ্য প্রকল্পর মেয়াদ শেষ হলও এখন পর্যন্ত কাজ সম্পন হয়নি। বরং একাধিক স্থানের পেলেস্তরা আঙ্গুলের খোচায় উঠে যাচ্ছে। নিম্মমানের কাঠ দিয়ে শ্রেণী কক্ষের দরজা তরি করা হয়েছে। একাধিক স্থানে পেলেস্তরা না করই চুন দিয়ে ঢেকে দেয়া হয়েছে। ঢালাইয়ের সময় ষ্টিল সাটারিং ব্যবহার না করায় ডিজাইন একে বঁেকে গেছে। আলী হাসন নামের এক অভিভাবক বলেন, নিম্মমানের উপকরণ দিয়ে নির্মাণকাজ করা হয়েছে। বিষয়টি নিয়ে তখন প্রতিবাদ করলেও ঠিকাদার কোনো কর্নপাত করেননি। অবশ্য অনিয়মর অভিযাগ অস্বীকার করে নির্মাতা প্রতিষ্ঠানর প্রতিনিধি মোঃ মনু বলেন, নির্মাণকাজ যদি কোনো ত্রুটি হয়ে থাকে তা ঠিক করে দেয়া হবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, অনিয়মের বিষয়টি সংশ্লিষ্ট প্রকৌশলীকে অবহিত করা হয়েছে। প্রকল্পর তদারকি কর্মকর্তা পটুয়াখালী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) উপ সহকারি প্রকৌশলী বাবর বলেন, অনিয়মর বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
Related