1. admin@dipkanthonews24.com : admin :
বাউফলে যুবলীগ নেতা সহ ৬ জনকে কুপিয়ে জখম - দ্বীপকন্ঠ নিউজ
বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
রিসু মনি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন বাউফলে অবসরে যাওয়ার পরও বহাল তবিয়তে খাদ্যগুদামের নিরাপত্তা প্রহরী বাউফলে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ লালমোহনে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত কলাপাড়ায় মাছের ঘের নিয়ে দ্বন্দ্বে ঘেরের মালিক কে কুপিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় কৃষি মেলা’২০২৪ উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা, কৃষি পন্য প্রদর্শনী বাউফলে হীরা বীজ সুপ্রীম সীড কোম্পানির রিটেইলার সভা অনুষ্ঠিত কলাপাড়ায় ছাত্রদল নেতা ও তার ভাই কে কুপিয়ে জখম করার অভিযোগ বোরহানউদ্দিন তেতুলিয়া নদীতে দু’টি ড্রেজার মেশিন আটক” ২ লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা সাবেক মন্ত্রীর বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

বাউফলে যুবলীগ নেতা সহ ৬ জনকে কুপিয়ে জখম

তৌহিদ হোসেন উজ্জ্বল ,বাউফল
  • প্রকাশিত : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৭ বার পঠিত
Spread the love
তৌহিদ হোসেন উজ্জ্বল ,বাউফল
পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি রেজাউল করিমসহ ৬ জনকে কুপিয়ে জখম করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার বগা ইউনিয়নের রাজনগর গ্রামের লালখান বাড়ির পাশে এ ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে রেজাউল করিমকে আশংকাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে।
বাকীদের বাউফল উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, নৌকার মার্কার উঠান বৈঠক শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা যুবলীগ নেতা রেজাউল করিমের উপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করা হয়। এসময় রেজাউল করিমের সঙ্গে থাকা ছাত্রলীগের কর্মীরা  প্রতিরোধ করতে গেলে সন্ত্রাসীরা তাদের উপর চড়াও হয়।
তখন ছাত্রলীগ নেতা অলিউল ইসলাম, মো. রাকিব, মো. ফেরদৌস, মো. শফিকুল ও যুবলীগ নেতা বাদলকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়। আহতদের একজন অলিউল ইসলাম বলেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদারের ছেলে বগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  মো. হাসান হাওলাদার ও ভাগ্নে শাহাবুদ্দিন এর নেতৃত্বে ২৫/৩০ জনের একটি সন্ত্রাসী গ্রুপ এই হামলা চালায়। তিনি বলেন, যুবলীগ নেতা রেজাউল করিমকে লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি বর্ষণ করে। অবশ্য এ অভিযোগ অস্বীকার করে বগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাসান হাওলাদার বলেন, ঘটনার সময় আমি পটুয়াখালী শহরে অবস্থান করছিলাম। এই হামলার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।
এ ব্যাপারে বাউফল থানার ওসি তদন্ত মো. আতিকুল ইসলাম বলেন, তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন
error: Content is protected !!