প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৪, ২০২৪, ১:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১২, ২০২৪, ১০:৫৩ পি.এম
দুমকিতে আচরণবিধি লঙ্ঘণের দায়ে চেয়ারম্যান প্রার্থীকে শো’কজ
দুমকি (পটুৃৃৃয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকি উপজেলা পরিষদ নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘণের অভিযোগে চেয়ারম্যান পদ প্রার্থী মো: কাওসার আমীন হাওলাদারকে শো’কজ নোটিশ দিয়েছে প্রশাসন। গত বৃহস্পতিবার (৯ মে) বিকেলে রিটার্নিং অফিসার স্বাক্ষরিত চিঠিতে ওই প্রার্থীকে ৩কার্যদিবসের মধ্যে কারণ দর্শাণোর নির্দেশ প্রদান করেন। পটুয়াখালী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার যাদব চন্দ্র সরকার এ তথ্য নিশ্চিৎ করেছেন। তিনি জানান, প্রতীক বরাদ্দের পূর্বে সভা-সমাবেশ, শোডাউনসহ সরব নির্বাচনী প্রচারণা নিষিদ্ধ হলেও তিনি তা না মেনে লাগাতার মোটরসাইকেল, অটোবাইক শো-ডাউন, সভা-সমাবেশ করে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘণ করে চলছেন। নির্বাচনী সুষ্ঠু পরিবেশ রক্ষায় তাকে প্রাথমিক ভাবে সতর্কিকরণ করা হয়েছে। নির্বাচনী আচরণবিধি অগ্রাহ্য করলে প্রার্থীতা বাতিলসহ পরবর্তি প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ নেয়া হবে।
এ বিষয়ে জানতে উপজেলা চেয়ারম্যান প্রার্থী কাওসার আমীন হাওলাদারের ব্যবহৃত মোবাইল ফোনে বেশ কয়েকবার ফোন করা হলেও তিনি ব্যস্ততা দেখিয়ে ফোন কেটে দেয়ায় তার বক্তব্য জানাযায়নি।
উল্লেখ্য, আগামী ১২ মে প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ এবং ১৩ ই মে প্রার্থীদের প্রতীক বরাদ্দ, ২৯ মে নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান পদে ৫জন, ভাইস চেয়ারম্যান পদে ৪জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
Copyright © 2024 দ্বীপকন্ঠ নিউজ. All rights reserved.