1. admin@dipkanthonews24.com : admin :
কলাপাড়ায় চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার ঘটনায় আদালতে মামলা - দ্বীপকন্ঠ নিউজ
বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম :
রিসু মনি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন বাউফলে অবসরে যাওয়ার পরও বহাল তবিয়তে খাদ্যগুদামের নিরাপত্তা প্রহরী বাউফলে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ লালমোহনে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত কলাপাড়ায় মাছের ঘের নিয়ে দ্বন্দ্বে ঘেরের মালিক কে কুপিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় কৃষি মেলা’২০২৪ উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা, কৃষি পন্য প্রদর্শনী বাউফলে হীরা বীজ সুপ্রীম সীড কোম্পানির রিটেইলার সভা অনুষ্ঠিত কলাপাড়ায় ছাত্রদল নেতা ও তার ভাই কে কুপিয়ে জখম করার অভিযোগ বোরহানউদ্দিন তেতুলিয়া নদীতে দু’টি ড্রেজার মেশিন আটক” ২ লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা সাবেক মন্ত্রীর বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

কলাপাড়ায় চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার ঘটনায় আদালতে মামলা

এস এম আলমগীর হোসেন, কলাপাড়া
  • প্রকাশিত : বুধবার, ১৫ মে, ২০২৪
  • ৯৩ বার পঠিত
Spread the love

এস এম আলমগীর হোসেন ,কলাপাড়া 

কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের পূর্ব রজপাড়া গ্রামে সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টায় শিকদার মার্কেটের অটো রিকশা শোরুমের মালিক মোঃ মজিবর শিকদার (৫২) কে কুপিয়ে জখম করা হয়েছে। বুধবার (১৫ মে) ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করা হয়েছে বলে মোঃ রিয়াজ গাজী (২০), মোঃ মোশারেফ গাজী (৪০), মোঃ ফারুক গাজী (৩৫), মোঃ সোহেল হাওলদার (২২), মোঃ শাহাদাত পঞ্চায়েত (২০) আসামি করে কলাপাড়া উপজেলা বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন আদালত।

 

মামলার বাদী মোঃ মজিবর শিকদার বলেন, আমি দীর্ঘদিন ধরে ৩০ টি অটো ইজি বাইক ভাড়া দিয়ে নিজ পৈত্রিক সম্পত্তিতে মার্কেট করে ব্যবসা করে আসছি। আসামীরা আমাকে হুমকি দেন যে, এলাকায় ব্যবসা করতে হলে প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা চাঁদা দিতে হবে। সেই সুবাদে আসামীরা পূর্বে দুই লক্ষ টাকা চাঁদা নেন। অতঃপর মার্চ/২০২৪ মাসে আসামীরা ৫০ হাজার টাকা চাঁদা না পেয়ে নানা হুমকি দিয়ে আসছে। তিনি আরো বলেন, ১৯/০৪/২০২৪ আসামীরা একজোট হয়ে অটো ড্রাইভার নাজমুল ও মনির এর কাজ থেকে মোঃ রিয়াজ গাজী ও মোঃ সোহেল হাওলাদার জোড়পূর্বক ২টি অটো গাড়ী যার মূল্য তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা ও গাড়ীর চাবি সহ ছিনিয়ে নিয়ে যায়। বিষয়টি স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গকে জানাইলে আসামীরা ক্ষীপ্ত হয়ে আমাকে হত্যা করার জন্য গভীর ভাবে ষড়যন্ত্র করে।

সোমবার (১৩ মে) আমি কুয়েত মসজিদে মাগরিবের নামাজ শেষে আমার দোকানে যাওয়ার পথে সিক্সলেন মহাসড়কের উপরে ইসমাইল মাষ্টারের বাসার সামনে ওঁৎ পেতে থেকে দা, ছেনা, বাঁশের লাঠি, বগি ও প্রাণ নাশক সরঞ্জামাদী নিয়ে পরিকল্পিত ভাবে আমাকে চতুর্দিক থেকে বের দিয়ে আসামীরা আমার কাছে মার্চ ও এপ্রিল মাসের চাঁদা সহ পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবী করেন। উক্ত টাকা আমি দিতে অস্বীকার করলে তাদের হাতে থাকা বাশের লাঠি দিয়ে আমাকে শরীরে বিভিন্ন স্থানে এলোপাথারী ভাবে পিটিয়ে জখম করে।

এসময় সোহেল হাওলাদার আমার পাঞ্জাবীর বাম পকেটে থাকা এক লক্ষ টাকা জোড় পূর্বক ছিনিয়ে  নিয়ে যায়। আমার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে আসামীরা পাঁচ লক্ষ টাকা চাঁদার দাবীতে অটল থেকে আমাকে হত্যার হুমকি দিয়ে বলেন যে, ভবিষ্যতে চাঁদা না দিলে হাত,পা ভাঙ্গিয়া পঙ্গু করে দিবে বলে হুমকি দেয়। পরে স্থানীয়রা আমাকে গাড়ী যোগে কলাপাড়া হাসপাতালের নিয়ে চিকিৎসা করান।

এ ব্যাপারে অভিযুক্ত মোঃ মোশারেফ গাজী বলেন, আমাদের বিরুদ্ধে অভিযোগ সম্পন্ন মিথ্যে, বানোয়াট, আমরা ষড়যন্ত্রের শিকার হয়েছি।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন
error: Content is protected !!