এস এম আলমগীর হোসেন, কলাপাড়া
কলাপাড়ায় নুরপুর দাখিল মাদ্রাসার সুপার নুরুল আমিনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। অবৈধ ভোটার তালিকা তৈরি করে মাদ্রাসার পকেট ম্যানেজিং কমিটি করাসহ একাধিক অনিয়ম তুলে ধরেছেন অভিভাবক সদস্য প্রার্থী মো. সেলিম রেজা। তিনি এবিষয়ে কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা ও মাদ্রাসার নির্বাচন পরিচালনার প্রিজাইডিং অফিসারের কাছে একটি লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগে মো: সেলিম রেজা বলেন, নুরপুর দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। তিনি ওই মাদ্রাসার একজন বৈধ ভোটার ও অভিভাবক সদস্য প্রার্থী। কিন্তু যেসকল অভিভাবকের ছেলে মেয়েরা অন্য প্রতিষ্ঠানে অধ্যায়নরত রয়েছে তাদের এ প্রতিষ্ঠানের নিয়মিত ছাত্র ছাত্রী দেখিয়ে ভোটার তালিকা অনুমোদন করেছেন। সেইসব অবৈধ ভোটারদের অভিভাবক সদস্য হিসেবে নিয়ে একটি পকেট ম্যানেজিং কমিটি করার পায়তারা চালাচ্ছেন। মাদ্রাসার সুপার নুরুল আমিন প্রতিষ্ঠানে যোগদানের পর থেকেই পকেট কমিটি করে আসছে। এছাড়া, তিনি প্রতিষ্ঠানের নিয়োগ বাবদ প্রায় ৫০ লক্ষ টাকা গ্রহন পূর্বক শিক্ষক নিয়োগ দিয়েছে বলেও অভিযোগকারী জানান। মাদ্রাসার ভোটার তালিকা সংশোধনসহ অবৈধ ভোটারের প্রার্থীতা ও তাদের মনোনয়ন বাতিলের জন্য সংশ্লিষ্টদের দৃষ্টি কামনা করেন তিনি।
এবিষয়ে অভিযুক্ত নুরপুর দাখিল মাদ্রাসার সুপার নুরুল আমিন বলেন, আমার মাদ্রাসায় ভর্তি হওয়ায় তাদের ভোটার করা হয়েছে। তবে, ওইসব ছাত্র-ছাত্রীরা অন্য কোথাও ভর্তি হলে নিয়মানুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা ও নুরপুর দাখিল মাদ্রাসার নির্বাচন পরিচালনার প্রিজাইডিং অফিসার আরাফাত হোসেন বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।