এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
কলাপাড়ায় দরিদ্র পরিবারকে সেলাই মেশিন বিতরণ জলবায়ুর পরিবর্তনের এবং ঘূর্ণিঝড়ের আঘাতে উপজেলার মানুষের পেশায় বিরূপ প্রভাবের কারণে বিকল্প জীবিকায়নের লক্ষ্যে হতদরিদ্র ১৬ পরিবারকে চাহিদা অনুসারে সেলাই মেশিন সহায়তা দেয়া হয়েছে। বিনামূল্যে এসব সামগ্রী সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে বিতরণ করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ এর পরিবর্তন প্রকল্পের আওতায় কলাপাড়া উপজেলার নীলগঞ্জ, মহিপুর ও লতাচাপলী ইউনিয়নের সেলাই মেশিন প্রদান করা হয়। সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ওয়াল্ড কনসার্ন বাংলাদেশ কলাপাড়ার প্রকল্প ব্যবস্থাপক সিলভেস্টার মিখায়েল মধু। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার হুমায়ুন কবির, সিপিপি সহকারী পরিচালক আসাদুজ্জামান খান, নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবুল মিয়াসহ ওয়ার্ল্ড কনসার্ন প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার সিলভেস্টার মিখায়েল মধু, প্রোগ্রাম অফিসার পায়েল দাস, বিধান বিশ্বাস, ডনি মল্লি।
Related