1. admin@dipkanthonews24.com : admin :
পাথরঘাটায় নৌকা নিবন্ধন উপলক্ষে কর্মশালা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ
মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ০৪:৪৯ অপরাহ্ন

পাথরঘাটায় নৌকা নিবন্ধন উপলক্ষে কর্মশালা অনুষ্ঠিত

মাহমুদুর রহমান রনি (পাথরঘাটা) বরগুনা :
  • প্রকাশিত : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ১৯০ বার পঠিত
Spread the love

মাহমুদুর রহমান রনি (পাথরঘাটা) বরগুনা :

বরগুনার পাথরঘাটায় নৌকা নিবন্ধন অভিযান উপলক্ষে ট্রলার মালিক ও আড়ৎ মালিকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিসারিজ প্রজেক্টের আওতায় জয়েন্ট ডফ-এমএমও ফিল্ড লেভেল বেসলাইন সার্ভে এবং উপজেলা পর্যায়ে জেলে ট্রলার মালিক ও মৎস্য আৎড় মালিকদের নৌকা নিবন্ধন অভিযান উপলক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার রোকনুজ্জামান খান এর সভাপত্বিতে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মহাসিন । প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিসারিজ প্রকল্পের বরিশাল বিভাগীয় উপ-প্রকল্প পরিচালক জনাব সঞ্জীব সন্নামত। অনুষ্ঠান ফেসিলেটেড করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু।

 

এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,জেলা ট্রলার মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আলম মোল্লা, পাথরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাফর ইকবাল, সাংবাদিক শফিকুল ইসলাম খোকন, ইমাম হোসেন নাহিদ, বরগুনা জেলা ফিশিং ট্রলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দুলাল মিয়া। এ সময় উপস্থিত ছিল মৎস্য আড়ৎ মালিক সমিতির শতাধিক নেতৃবৃন্দরা। কর্মশালায় দেশের উপকুলীয় মৎস্য সম্পদের বিভিন্ন দিক ও সম্ভাবনার কথা তুলে ধরে তার।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন
error: Content is protected !!