1. admin@dipkanthonews24.com : admin :
ঝালকাঠিতে কলাবাগান থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার - দ্বীপকন্ঠ নিউজ
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনের ১যুগ পূর্তি অনুষ্ঠান উদযাপন লালমোহন আসছেন শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক মেঘনা নদী থেকে ৫২ লাখ টাকার অবৈধ বেহুন্দি জাল উদ্ধার আড়াই লাখ টাকার মাল উদ্ধার; বিদ্যুৎ প্লান্টের পাঁচ লাখ টাকার লোহা তামা স্টিল সামগ্রী চুরি; বিএনপির নেতাকর্মীসহ ৫০ জনের নামে মামলা লালমোহনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত লালমোহনে প্রকাশ্যে জাটকা বিক্রির দায়ে দুইজনকে অর্থদন্ড ব্যারিস্টার আব্দুর রহমান খোকার পক্ষ থেকে লালমোহন-তজুমদ্দিনে শীতবস্ত্র বিতরণ কুয়াকাটায় সাংবাদিক ও তাব পিতার উপর শ্রমিক ও কৃষক দল নেতার নেতৃত্বে হামলা আজ পবিপ্রবি জনসংযোগ কর্মকর্তা ইমাদুল প্রিন্স এর বাবার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী দুমকিতে ছাত্রলীগ নেতা সাচ্চু আটক

ঝালকাঠিতে কলাবাগান থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

আতাউর রহমান খান আকন, ঝালকাঠী
  • প্রকাশিত : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ১৩৯ বার পঠিত
Spread the love

আতাউর রহমান খান আলম , ঝালকাঠী

ঝালকাঠির জেলার রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নে কলাবাগান থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৫ জুলাই) সকালে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের সাতুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সাতুরিয়া চেয়ারম্যানের সঙ্গে থাকা বশির নামের একটি ছেলে সকালে লাশটি প্রথমে দেখতে পায়। পরে তা চেয়ারম্যানকে জানালো হলে তিনি পুলিশকে খবর দেয়। পুলিশ বেলা ১১টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল শেষে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পুলিশ আরও জানায়, লাশের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে একটি চাকু পাওয়া গেছে।

সাতুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মাইনুল হায়দার নিপু বলেন, ‘সকালে বশির নামে একটা ছেলে নাস্তা আনতে যাওয়ার সময় হঠাৎ একটি মৃতদেহ দেখে আমার কাছে ছুটে আসে। পরে আমি গিয়ে বিষয়টি দেখে থানা পুলিশকে সংবাদ দেই। রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।’

নিহতের শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের চিহ্ন রয়েছে। নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে তার আনুমানিক বয়স ৩৫ থেকে ৪০ বছর হবে বলে ধারণা করছে পুলিশ।

পুলিশ জানায়, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঝালকাঠি মর্গে পাঠানো হবে।

রাজাপুর থানার সেকেন্ড অফিসার সঞ্জীব কুমার পাহলান জানান, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাজাপুর থানার ওসি আতাউর রহমান বলেন, লাশটির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। আমরা আশপাশের বিভিন্ন থানায় এ লাশটি শনাক্তের ব্যাপারে তথ্য চেয়েছি। ময়নাতদন্ত শেষে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন
error: Content is protected !!