দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ
চাকুরিতে কোটা সংস্কার দাবিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।
গতকাল শুক্রবার বিকেল ৪টায় দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাথে সংগতি রেখে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালিত হয়। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে পবিপ্রবি'র টিএসসি চত্বর থেকে তিন শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে বিক্ষোভ মিছিল বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ও ক্যাম্পাসের বাইরে দুমকি-বাউফল সড়ক দিয়ে নসিব সিনেমা চত্তর ঘুড়ে জয়বাংলা চত্ত্বরে সমাবেশ করে।
সমাবেশে শেষ বর্ষের শিক্ষার্থী মোঃ অবদুল আজিজ, চতুর্থ বর্ষের মোঃ ফজলে রাব্বি, গৌতম চন্দ্র প্রমূখ বক্তৃতা করেন। বক্তারা বলেন, মেধার মুল্যায়ণ নিশ্চিৎ কল্পে অবিলম্বে কোটা সংস্কার করতে হবে। কোন টালবাহানা চলবে না, এখুনি কোটা সংস্কার করা না হলে আরও কঠোর আন্দোলনের হুসিয়ারী দেন।