1. admin@dipkanthonews24.com : admin :
কলাপাড়ায় দালালদের দাপটে অসহায় রোগী, ডায়াগনস্টিক ও ক্লিনিকের মালিকদের সতর্ক - দ্বীপকন্ঠ নিউজ
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
লালমোহনে সাংবাদিকদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের মতবিনিময় লালমোহনে ব্যবসায়ীর বসতঘর থেকে স্মার্টফোন, টাকা ও স্বর্ণালঙ্কার চুরি বোরহানউদ্দিনে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সঃ) উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত মিথ্যা মামলার প্রতিবাদ বাউফলে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিত শিক্ষার্থীদর মানববন্ধন ও বিক্ষোভ কলাপাড়ায় ইউপি চেয়ারম্যান আনছার মোল্লাকে কারাগারে প্রেরণ লালমোহনে ভোগদখলীয় জমি জবর দখলের চেষ্টার অভিযোগ আদালতের স্থিতাবস্থার আদেশ ভঙ্গের চেষ্টা করায় কলাপাড়া “ইউএনও” কে নোটিশ দুমকিতে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যে মামলা, প্রেসক্লাবের নিন্দা বোরহানউদ্দিন মেঘনা নদীতে জাল পাতাকে কেন্দ্র করে হামলায় আহত – ১২

কলাপাড়ায় দালালদের দাপটে অসহায় রোগী, ডায়াগনস্টিক ও ক্লিনিকের মালিকদের সতর্ক

এস এম আলমগীর হোসেন, কলাপাড়া
  • প্রকাশিত : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ৬৪ বার পঠিত
Spread the love

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ

পটুয়াখালীর কলাপাড়া হাসপাতালে দালালের দৌরাত্ম্য বাড়ছেই। রোগী ভাগিয়ে নেয়া থেকে শুরু করে সর্বত্রই দালাল। দালালদের কারণে অতিষ্ঠ রোগীরা। রোগী হাসপাতালে প্রবেশ করলেই দালালরা ঘিরে ধরে। তাদের পাল্লায় পড়ে রোগীদের সরকারি সুবিধা নিতেও গুনতে হচ্ছে টাকা। কলাপাড়া হাসপাতালে দালালদের দাপটে অসহায় পড়ছে রোগীরা। এবার দালালদের দৌরাত্ম্য বন্ধ করতে ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকের মালিকদের সতর্ক করে দিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শংকর প্রাসদি অধিকারী।

 

সোমবার (১৫ জুলাই) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শংকর প্রাসদি অধিকারী এর স্বাক্ষরকৃত এক বার্তায় লিখিতভাবে ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকের মালিকদের সতর্ক করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা সতর্কবার্তায় উল্লেখ করেন।

 

এ ব্যাপারে ডাঃ শংকর প্রাসদি অধিকারী বলেন, আমি এই হাসপাতালে যোগদানের পর থেক লক্ষ করছি, অফিস চলাকালীন সময়ে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকের লোক (রোগী ধরা দালাল) হাসপাতলের বহিঃ বিভাগে ও আন্তঃ বিভাগে দেখা যায়। এতে রোগীদের পরীক্ষা-নিরীক্ষা করতে দিল রোগীদের ভাগিয়ে নিয়ে যায় নির্দিষ্ট ডায়াগনস্টিক সেন্টারে ও ক্লিনিকে। এমনকি আন্তঃ বিভাগে ভর্তি থাকা রোগীরর ব্লাড কলেকশন করে নিয়ে যায়। সরকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হয় এবং রোগীরাও আর্থিকভবে ক্ষতি সাধিত হয়।

 

তিনি আরও বলেন, এইসব কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকের মালিকদের লিখিত ভাবে সতর্ক করা হয়েছে। এই আদেশ সামান্য করলে প্রতিষ্ঠনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রহণ করা হবে বলে তিনি জানিয়েছেন।

 

উল্লেখ্য, কলাপাড়া হাসপাতাল। এ হাসপাতালে কুয়াকাটা, মহিপুর, আলীপুর এবং পার্শ্ববর্তী উপজেলার রাঙ্গাবালী ও তালতলী সহ বিভিন্ন ইউনিয়নের গ্রামগঞ্জ থেকে রোগীরা চিকিৎসা সেবা নিতে আসেন। অথচ চিকিৎসা নিতে এসে পদে পদে ভোগান্তিতে পড়তে হয় রোগী ও তার স্বজনদের। রোগীরা চিকিৎসা নিতে আসার পরেই পড়ে যান দালালের খপ্পরে। রোগীর জন্য ওৎ পেতে থাকে রোগী ধরা দালালরা। কলাপাড়া হাসপাতাল যেন থাকে দালালের দখলে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন
error: Content is protected !!