তৌহিদ হোসেন উজ্জ্বল , বাউফল
পটুয়াখালীর বাউফলে দুই ভাইয়ের জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে জড়িয়ে উভয় পক্ষের ৭ জন আহত হয়েছে। শনিবার (০৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কালাইয়া বন্দরের টেম্বুস্টান্ড লাগোয়া ২ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটেছে।
আহতরা হলেন, রনজিত দাস (৬০), রাধা রাণী (৪০), রাজীব দাস (২৬), সজীব দাস (২০), মধু মেম্বর (৬৫), আশিশ (৩০), আশিক (২৮)। আহতদের বাউফল স্বাস্থ কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। অবস্থা গুরুতর হওয়ায় মধু মেম্বরের বড় ছেলে আশিশকে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়েছে।
আহত ও পুলিশ সুত্রে জানা গেছে, জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ চলছিল কালাইয়া টেম্পুস্টান্ড এলাকার আপন দুই ভাই রনজিত দাস ও মধু মেম্বরের। সকালে দুই পরিবারের লোকজনের মধ্যে কথাকাটি হয়। একপর্যায়ে রামদা, লোহার রড ও লাঠিসোটা নিয়ে বড় ভাই মধু ম্বেম্বরের লোকজন রনজিত দাসের পরিবারের লোকজনের ওপর হামলা করলে উভয় পক্ষের সংঘর্ষ বাধে। এতে আহত হয় উভয় পক্ষের সাত জন। এরপর মধু মেম্বরের পক্ষে কিছু লোকজন পাল্টা হামলার প্রস্তুতি নিলে পুলিশ ঘটনাস্থালে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
এ ঘটনায় আহত মধু মেম্বর জানায়, বিএনপি করায় রনজিত দাসের লোকজন অযথাই তাকে ও তার দুই ছেলে আশিশ ও আশিককে কুপিয়ে জখম করেছে। তবে মধু মেম্বরের লোকজন প্রথমে হামলা করেছে এমন পাল্টা অভিযোগ করেছেন মধু মেম্বরের ছোট ভাই রনজিত দাস ও আহত রাধা রানী দাস।
বাউফল থানার ওসি মো. কামাল হোসেন জানায়, এখন পর্যন্ত লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যাবস্থা নেয়া হবে। ঘটনা শুনে পুলিশ পাঠানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে
Related