ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মিজি বাড়িতে রিদয় (২৫) নামক প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন। মোঙ্গলবার বিকালে বিয়ের দাবীতে তিনি এ অনশন করেন। অনশন করা ওই প্রেমিকা দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের শফিকুল ইসলামের মেয়ে। অনশন করা ওই প্রেমিকা জানান, দীর্ঘ ৪ মাস আগে তাদের প্রেমের সম্পর্ক হয়। বিয়ের প্রলোভন দেখিয়ে শারিরিক সম্পর্ক হয়েছে। পরে বিয়ের দাবীতে ছেলের বাড়িতে অনশন করেন তিনি। রিদয়ের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা ও ধর্ষণ মামলা রয়েছে।