1. admin@dipkanthonews24.com : admin :
অঢেল অর্থ সম্পদের মালিক সার্ভেয়ার হাসানুজ্জামানের চাকরি যেন সোনার হরিন - দ্বীপকন্ঠ নিউজ
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০৮ পূর্বাহ্ন

অঢেল অর্থ সম্পদের মালিক সার্ভেয়ার হাসানুজ্জামানের চাকরি যেন সোনার হরিন

তৌহিদ হোসেন উজ্জ্বল, বাউফল
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ১৭৪ বার পঠিত
Spread the love

তৌহিদ হোসেন উজ্জ্বল ,বাউফল 

পটুয়াখালীর বাউফলের মদনপুরা ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হাসানুজ্জামান হাসান। তার পিতা সুলতান আহমেদ ছিলেন রেজিস্ট্রার প্রাইমারি স্বল্প বেতনে চাকুরি করা একজন শিক্ষক। হাসানুজ্জামান ২০১৬ সালে সোনার হরিন নামে পরিচিত সারভেয়ারী চাকরিতে তিনি সাতক্ষিরা জেলায় যোগদান করেন। যোগদানের পর থেকেই তিনি সাতক্ষীরা জেলা পরিষদে সার্ভেয়ার হিসেবে কর্মরত আছেন। অল্পসময়ে নামে বেনামে অডেল সম্পদের মালিক হিসেবে বনে যান।
অভিযোগ সূত্রে জানাগেছে,সারভেয়ার হাসানুজ্জামান ২০১৬ সালে চাকরি নেয়ার পর থেকে তিনি বরিশাল সদরসহ নিজ এলাকা বাউফলে নামে বেনামে অঢেল অর্থ সম্পদের মালিক। এলাকার লোকমুখে রয়েছে সার্ভেয়ার হাসানুজ্জামানের চাকরি যেন সোনার হরিন। সারর্ভেয়ারি চাকরি পাওয়ার পর থেকেই অঢেল অর্থ সম্পদের মালিক হিসেবে এলাকায় রয়েছে তার ব্যাপক পরিচিতি।
সূত্রে জানাগেছে,সার্ভেয়ার হাসানুজ্জামান হাসান চাকরি শুরু করার কয়েকমাস যেতেনাযেতেই উ”চাভিলাসী জীবন যাপন শুরু করেন। চাকরি শুরুর পরে তিনি বিভিন্ন সময়ে বরিশাল বিভাগীয় শহরসহ বাউফলের বিভিন্ন স্থানে  তার নিজ নামে ও আত্মীয় স্বজনের নামে অঢেল অর্থ সম্পদ গড়ে তুলেছেন। তার নামে বরিশাল সদরের সাগরদী মৌজায় রয়েছে ৬ শতাংশ জমি। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫০ লাখ টাকা। ২০১৬ সালের জানুয়ারি মাসে ১৪৮ নং দলিলে রাশেদা বেগমের কাছ তিনি এই জমি ক্র‍য় করেন। বাউফল পৌরসভার ২নং ওয়ার্ডে ১০ শতাংশ জমির মালিক তিনি। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪০ লাখ টাকা। ঢাকা কেরানীগঞ্জ এলাকায় তিনিসহ ৬ ব্যাক্তির নামে রয়েছে ৪ কাঠা জমি। এছাড়াও ২০১৯ সালে ৭৫৩১ নং দলিলে বাউফলে নিজ শাশুড়ীর নামে কিনেছেন ৩০ লাখ টাকার জমি। বাউফল,সাতক্ষীরা ও খুলনার বিভিন্ন ব্যাংক তার হিসাব খোলা আছে। বরিশাল সদরের আইএফআইসি ব্যাংকে তার হিসাব নং- ১২০০৬০২৮৩ এ বিভিন্ন সময়ে অস্বাভাবিক লেনদেন হয়েছে। এছাড়াও বিভিন্ন ব্যাংকে তার স্ত্রী ও বাবার নামে হিসাব খুলে বিপুল পরিমান অর্থ গচ্ছিত রেখেছেন তিনি। নিজ গ্রামের বাড়ি মদনপুরাতে তিনি নির্মাণ করেছেন বিলাসবহুল বহুতল ভবন। তাছাড়া নিজ বাড়ির রাজমিস্ত্রী জালাল হাওলাদারের জমি জোড় দখলের অভিযোগ আছে তার বিরুদ্ধে।
অভিযোগ রয়েছে,সাতক্ষীরা জেলা পরিষদের সরকারি গাছ গোপনে বিক্রি করেছেন তিনি। সাতক্ষীরার খেটে খাওয়া স্বল্পশিক্ষিত গরীব মানুষকে কৌশলে ভয়-ভিতী দেখিয়ে ঘুষ আদায়ের অভিযোগ আছে তার বিরুদ্ধে। নিজ গ্রামের স্থানীয় মানুষ ভাবেন, হাসান চাকুরিতে যুক্ত হওয়ার পরে আলাদিনের চেরাগ হাতে পেয়েছে। অজানা শক্তি বলে সকল অপরাধ করে তিনি কৌশলে মুক্ত হয়ে যায় বলেও অভিযোগ পাওয়া গেছে। এছাড়াও এলাকায় ব্যাপক প্রভাব খাটিয়ে চলেন তিনি।
এলাকায় অভিযোগ রয়েছে, স্থানীয় এক শীর্ষ যুবলীগ নেতার নোট বুকে ডোনার হিসেবে সারর্ভেয়ার হাসানুজ্জামানের নাম রয়েছে। সেই নেতার ক্ষমতার দাপট দেখিয়ে সকল অপকর্মের পার পেয়ে যান। এলাকায় কথিত আছে তিনি বিভিন্ন সময় এলাকায় বলে বেড়ান- দুকক, প্রশাসন ও সাংবাদিক তিনি পকেটে নিয়ে ঘোরেন। তার তার কিছুই করতে পাবেনা। কিছু টাকা ব্যয় করলেই সব ঠিক হয়ে যায়।
অভিযোগ অস্বীকার করে সার্ভেয়ার হাসানুজ্জামান হাসান বলেন,এরকম অভিযোগ হাজারটা হয়েছে। খুজে দেখেন। যারা অভিযোগ দিয়েছে তাদেরকে আমার সামনে দেখা দরকার বলে ফোন কেটে দেয়।###

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন
error: Content is protected !!