1. admin@dipkanthonews24.com : admin :
বাংলাদেশ আওয়ামী লীগের উপ-কমিটিতে স্থান পেলেন নিউ নিউ খেইন - দ্বীপকন্ঠ নিউজ
শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাউফলে শিক্ষার্থীদের দুই ঘন্টা মহাসড়ক অবরোধ লালমোহনে পূজামন্ডপ নিরাপত্তা ও আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে সভা বাংলা বাজার মাহমুদিয়া দাখিল মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (স:) উদযাপন দুমকিতে সাংবাদিকের নামে ফেসবুকে অপপ্রচার, প্রেসক্লাবের নিন্দা, থানায় জিডি লালমোহনে জামায়াতে ইসলামীর উদ্যোগে সীরাতুন্নবী (সা:) মাহফিল অনুষ্ঠিত লালমোহন পৌরসভার ৫৯০ মিটার সড়ক নির্মাণ কাজের উদ্বোধন বোরহানউদ্দিন পৌরসভার উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও ঘর মালিকদের বিএনপির অনুদান কলাপাড়ায় শিশু শিক্ষার্থীকে ধর্ষনের অভিযোগ লালমোহন পৌরসভার ৫৯০ মিটার সড়ক নির্মাণ কাজের উদ্বোধন

বাংলাদেশ আওয়ামী লীগের উপ-কমিটিতে স্থান পেলেন নিউ নিউ খেইন

এস এম আলমগীর হোসেন, কলাপাড়া
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ৩৩৭ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষযয়ক উপ-কমিটিতে স্থান পেয়েছেন নিউ নিউ খেইন। তিনি সমুদ্র উপকূলীয় পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বাসিন্দা। কেন্দ্রীয় কৃষক লীগের ধর্ম বিষয়ক সহ-সম্পাদক ও বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি কলচার সংঘ উপকূলীয় পটুয়াখালী ও বরগুনা জেলার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে রয়েছেন। এই নেত্রী সমাজ উন্নয়নে অবদান রাখায় সর্বশ্রেষ্ঠ জয়িতা’র সন্মানে ভূষিত হয়েছেন। সম্প্রতি তিনি আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটিতে একজন সদস্য হিসেবে নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন কলাপাড়া উপজেলা কৃষক লীগসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
নিউ নিউ খেইন জানান, তাঁর  বাবা বীর মুক্তিযোদ্ধা উ থুন অং জাঁ (থনজয় মাষ্টা মাষ্টার)। তিনি ছিলেন একাধারে ভাষা সৈনিক এবং কলাপাড়া থানা সর্বদলীয় সংগ্রাম পরিষদের সহ সভাপতি ও জেলা সংগ্রাম পরিষদের সদস্য। ১৯৭১ সালেজাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চে ঐতিহাসিক ভাষনের পর কলাপাড়া এবং আমতলী নির্বাচনী এলাকার সংগ্রাম কমিটির দপ্তর সম্পাদক দায়িত্বে ছিলেন। এমনকি জীবনের শেষ দিন পর্যন্ত সমাজের সমাজ উন্নয়নমূলক কাজে আত্মনিয়োগ করেছেন তার পিতা।
তিনি বলেন, আমার পিতা থনজয় মাষ্টা মাষ্টার যেমন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এর আদর্শে উজ্জীবীত ছিলেন, জীবনের শেষ দিন পর্যন্ত যেমন মানুষের সেবা করেছে, ঠিক তেমনি আমি আমার বাবাকে অনুসরন করেন রাজনীতিতে যোগ দিয়েছি।  তাই যতদিন বাঁচবো জাতিার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এর আদর্শ বুকে লালন করে এবং তাঁরই সুযোগ্য কন্য মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অনুগ্রহ নিয়ে গরীব, দু:খি ও আসহায় মানুষের সেবা করে যাবো।
তিনি আরও বলেন, জাতির পিতার আদর্শকে বাস্তবায়ন করতে যদি জীবনকে উৎসর্গ করতে হয় তাতেও আমি প্রস্তুত।
উল্লেখ্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও অন্য সদস্যদের বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
###

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন
error: Content is protected !!