1. admin@dipkanthonews24.com : admin :
পাথরঘাটায় ৪২ মণ সামুদ্রিক মাছসহ আটক -১৩ - দ্বীপকন্ঠ নিউজ
মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ০৬:২৩ অপরাহ্ন

পাথরঘাটায় ৪২ মণ সামুদ্রিক মাছসহ আটক -১৩

মাহমুদুর রহমান রনি, বরগুনা
  • প্রকাশিত : শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ১১৫ বার পঠিত
Spread the love

মাহমুদুর রহমান রনি, বরগুনা

বরগুনার পাথরঘাটায় ৪২ মণ বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ জব্দসহ ১৩ জন জেলেকে আটক করেছে কোস্ট গার্ড। বঙ্গোপসাগরে প্রজননকালে মৎস্য সম্পদ সংরক্ষণ ও মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষ্যে গত ২০ মে হতে আগামী ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন সকল প্রকার মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে মৎস্য বিভাগ ।

শনিবার (১৫ জুন) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাথরঘাটা কোস্ট গার্ড বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে। অভিজান পরিচালনার কালীন সময়ে ১ হাজার ৬৯০ কেজি সামুদ্রিক পোয়া, ছুড়ি, চিংড়ি, ছল মাছ, ঢেলা, বালিয়া, পাতা কাউয়া জব্দসহ ১৩ জন জেলেকে আটক করে। অভিযানের সময় মাছ বহনকারি এফ ভি মা ট্রলিং বোট এফ ভি মাহিয়ান খান নামক দুটি বোট আটক করে।

পাথরঘাটা কন্টিনজেন্ট কমান্ডার মতিউর রহমান বলেন, আটককৃত ১৩ জেলে,২ টি বোট ও সামুদ্রিক মাছসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপুর কাছে হস্তান্তর করা হয়। পরে মৎস্য কর্মকর্তা জব্দকৃত মাছ নিলাম ও বোটসহ ৮০ হাজার ৬৬০ টাকা আদায় করে। আটককৃত জেলেদেরকে মুচলেকা গ্রহণকরে ছেড়ে দেয় ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন
error: Content is protected !!