1. admin@dipkanthonews24.com : admin :
কলাপাড়ায় খাদ্য জলবায়ু বিষয়ক এশিয়া দিবস পালিত - দ্বীপকন্ঠ নিউজ
মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ০৬:২৯ অপরাহ্ন

কলাপাড়ায় খাদ্য জলবায়ু বিষয়ক এশিয়া দিবস পালিত

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ৩ বার পঠিত
Spread the love

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ

খাদ্য, জল, ভূমি ও জলবায়ু ধ্বংসের জন্য উন্নত দেশ গুলোর আমাদেরকে ক্ষতিপুরন দিতে হবে। জলবায়ু পরিবর্তনের ক্ষতি থেকে আমাদের খাদ্য ব্যবস্থাকে রক্ষা করতে হবে। জমি, খাদ্য, পানি মানুষের জন্য মুনাফার জন্য নয়। টেকসই খাদ্য ব্যবস্থাপনার জন্য বাংলাদেশ সরকারকে পদক্ষেপ নিতে হবে।

কলাপাড়ায় খাদ্য ও জলবায়ু সংক্রান্ত এশিয়া দিবসে বক্তারা আরও বলেন, রামনাবাদ চ্যানেলে মাছ ধরার নিষেধাজ্ঞায় ক্ষতিগ্রস্ত জেলেদের পুনর্বাসন ও ক্ষতিপুরণ দেয়া প্রয়োজনসহ উপকূলীয় কৃষক ও জেলেদের জলবায়ূর পরিবর্তণজনিত ক্ষতি থেকে রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হোক। সোমবার বেলা ১১টায় উপজেলার লালুয়া ইউনিয়নের বানাতিবাজার সড়কে এসব দাবি আদায়ে ঘন্টাব্যাপী মানববন্ধন সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেন জেলে, কৃষকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটার কিপার্স বাংলাদেশ ও আমরা কলাপাড়াবাসী সংগঠনের যৌথ আয়োজনে এসব কর্মসূচিতে বক্তব্য রাখেন পরিবেশ কর্মী মেজবাহউদ্দিন মাননু, আমরা কলাপাড়াবাসী সংগঠনের সভাপতি নজরুল ইসলাম, লালুয়া মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি গাজী রবিউল ইসলাম, কৃষক বাদল মৃধা প্রমুখ। বক্তারা বর্তমান জেলে কার্ড যাচাই-বাছাই করে প্রকৃত জেলেদের অন্তর্ভুক্ত করার দাবি জানান। দাবি করেন জলবায়ু তহবিল গঠন করে ক্ষতিগ্রস্ত কৃষক ও জেলেদের জীবন-জীবিকায়নের সহায়তা করার।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন
error: Content is protected !!